তাদের জন্য একটি হাসি দিন!

আপনার দেওয়া সাহায্যের জন্য আসুন এতিমদের হাসতে আবার সাহায্য করি!

আমাদের পরিচিতি !

*আছ-ছাদিক ইসলামী সমাজ কল্যান পরিষদ। এটি মানব সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। মানব সেবা ও সমাজে ইসলামী আদর্শ গড়ার লক্ষ্যে পটুয়াখালীর কয়েকজন যুবক ও তরুণদের উদ্যোগে ২০১৮ইং সনে এটি প্রতিষ্ঠিত হয়। এদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে,মোঃ কাওসার জামিল (সভাপতি/আমির), মোঃ বেলাল হোসাইন (সহ-সভাপতি), মোঃ মাহবুব আলম (সহ-সভাপতি), মোঃ হিজবুল্লাহ্ আনসারী (সাধারণ সম্পাদক), মোঃ আসলাম সিকদার (যুগ্ম-সাধারণ সম্পাদক), আরো সদস্য, মাওঃ লোকমান হোসাইন, ইমরান হোসেন, আল-আমিন, রাসেদুল ইসলাম, তাইজুল ইসলাম, সরোয়ার হোসেন প্রমূখ রয়েছেন।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য !

• মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা ।
• ব্যক্তি জীবন ও সমাজে নবী করীম (সঃ) এর আদর্শ বাস্তবায়ন করা।
• যথাসম্ভব সমাজের অনৈতিক কার্যকলাপ প্রতিহত করা ।
• যথাসম্ভব ইসলামের বিধান অনুযায়ী জীবনযাপন করা।
• গরীব-অসহায় মানুষের কল্যানে নিয়োজিত থাকা ।
• সর্বাবস্থায় সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহন করা।
• ইসলাম ও দেশের মানবতা বিরোধী শত্রুদের বিরুদ্ধে সর্বদা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলা ।

সংগঠনের নিয়মাবলী!

*দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে।
* সর্বাবস্থায় নবী-করীম (সঃ) এর সুন্নতের উপরে সাধ্য অনুযায়ী আমল করিতে হইবে।
* কোন প্রকার ইসলাম বিরোধী ও দেশদ্রোহী কাজ করা থেকে বিরত থাকিবে।
* সংগঠনের সকল সদস্যদের সাথে ভ্রাতৃত্ব বজায় রাখিবে।
* সকল সদস্যদের মধ্যে স্বচ্ছ জবাবদীহিতা থাকতে হবে ।
* সকলকে সংগঠনের প্রতি সু-স্পষ্ট ধারণা এবং কল্যাণকামী হতে হবে।
* যদি কখনো সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা হয়, তাহলে উহা কমিটিবৃন্দকে অবহিত করবে।
{আমি উপরোক্ত সকল নিয়মাবলী মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশা-আল্লাহ্!

আমাদের নেতৃত্বের সাথে দেখা করুন !

আসুন আপনার দেওয়া সাহায্যের জন্য দুস্থ অসহায় দরিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়িয়ে তাদের মুখে একটু খানি হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা করি ইনশাআল্লাহ!